মেহেরপুরে তামাক ঘরে আগুন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক মোফাজ্জেল হোসেনের তামাকঘর আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তামাক পাতা শুকানোর সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তামাক পাতা শুকানোর সময় আকস্মিকভাবে আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে তামাক ঘরে। এতে ঘরসহ তামাক পাতা পুড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে। এতে রক্ষা পায় তামাক ঘরের আশেপাশের বাড়িঘর। আগুনে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

Leave a comment