গাংনীতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের ঝিনেরপুল এলাকায় প্রতিষ্ঠানটির নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক নাজুমল হুদা, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জামিরুল ইসলাম টিক্কা, নকশাকার হুমায়ন কবির, বকুল হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বাঁশবাড়িয়া মাদরাসা সুপার মোকলেছুর রহমান।