আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার : পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দু দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার মেলার স্টল পরিদর্শন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাসিনুর রহমান, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসহাবুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আখের আলী, নজরুল ইসলাম, হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক সুজন প্রসাদ সাহা, স্মৃতি কণা দাস, ইম্প্যাক্ট আলমডাঙ্গার ম্যানেজার সালাউদ্দিন, মাসুদ হোসেন, মাসুদ রেজা, টেকনিশিয়ান জাকির হোসেন প্রমুখ।