জীবননগরে প্রেম করে বিয়ে : প্রেমিকের কারাদণ্ড

জীবননগর ব্যুরো: জীবননগরে বাল্যবিয়ের অপরাধে শামীম রেজাকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ এ কারাদণ্ডাদেশ দেন। গঙ্গাদাসপুর গ্রামের মন্টু মিয়ার মেয়ে শাবনুর খাতুনের (১৩) সাথে কাটাপোল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শামীম রেজার প্রেমসম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ১০-১২ দিন পূর্বে শামিম রেজা সবার অজান্তে প্রেমিকা শাবনুরকে বিয়ে করে। এদিকে মেয়ের পিতা মন্টু মিয়া তার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ায় শামীম রেজার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের ভিত্তিতে শামীম রেজাসহ তার পরিবারের লোকজন শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসকক্ষে হাজির হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ বাল্যবিয়ের অপরাধে শামীম রেজাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং নাবালিকা শাবনুর খাতুনকে তার পিতার হেফাজতে দেন।

Leave a comment