মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপির সাত কর্মী-সমর্থক আটক

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির সাত কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। ২০ দলীয় জোটের চলমান অবরোধে নাশকতা প্রতিরোধে এ অভিযান চালায় পুলিশ। আটককৃতদের মধ্যে সদর ও গাংনী থানা ৬ জন এবং মুজিবনগর থানা একজনকে আটক করে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আটকৃতদেরকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের অব্যাহত গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন তিনি।

Leave a comment