গাংনী প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন, জাগরণী চক্র ফাউন্ডেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প সমন্বকারী এবিএম শহিদুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক মোস্তফা কামরুল হাসান, জাগরণী চক্র ফাউন্ডেশনের শিশুদের জন্য কর্মসূচির বিভিন্ন স্তরের কর্মীসহ ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।