বর্ধমানে বাস উল্টে ১৩ পুণ্যার্থী নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে যাচ্ছিলেন একই গ্রামের বেশ কয়েকটি পরিবার। মাঝ পথেই দুর্ঘটনা। তিনটি বাসের রেষারেষিতে নয়ানজুলিতে বাস উল্টে মৃত্যু হলো দু শিশুসহ ১৩ জন যাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে বর্ধমানের মির্জাপুরে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২০ জনকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, বাসের প্রত্যেকেই বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা। প্রতি বছরই গাজনের আগে ওই গ্রামের মানুষদের গঙ্গা স্নান করার রীতি রয়েছে। সেই মতো তিনটি বাসে করে এ দিন সকালে তারা গ্রাম থেকে রওনা দেয়। রাস্তায় ওই তিনটি বাসের মধ্যে রেষারেষি চলতে থাকে।

Leave a comment