পাকিস্তান যেতে পারে মহিলা ক্রিকেট দল

স্টাফ রিপোর্টার: মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শুক্রবার ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মহিলা ক্রিকেট উইংয়ের সভাপতি এমএ আউয়াল চৌধুরী জানান, আগামী মাসে পাকিস্তান সফর করতে পারে মহিলা ক্রিকেট দল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আউয়াল সাংবাদিকদের জানান, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। আগামী মাসে পাকিস্তানে মহিলা দল ক্রিকেট দল পাঠানোর কথা ভাবছেন তারা। বাংলাদেশে আসার ক্ষেত্রে পিসিবি দুটি শর্ত দিয়েছিলো। বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল তারা। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে পিসিবি। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

Leave a comment