খবর: (ঈদ সামনে বেড়েছে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি)
পুলিশ যদি চাঁদাবাজ হয়
কার কাছে আমি যাবো,
ওদের সামনে যদি পড়ে যাই
তাহলেই খাবি খাবো।
বাঁচার তাগিদে নিরাপদ আমি
কার কাছে গিয়ে হবো,
পুলিশ নাকি বন্ধু সবার
কার কাছে তা কবো।
চাঁদাবাজ আর পুলিশ বাবাজি
এখন সমানে সমান,
চাঁদাবাজদের খুব শিগগির
এ দেশ থেকে দমান।
-আহাদ আলী মোল্লা