ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ : শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষক আব্দুল ওহাবের বহিষ্কারের দাবিতে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিচারের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর তারা তালা খুলে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরেই বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানান, কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব প্রাইভেট পড়ানোর সময় গত বুধবার অষ্টম শ্রেণির এক ছাত্রীর শরীরে হাত দেন এবং শ্লীলতাহানি করেন। এ সময় ছাত্রীর চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের বহিষ্কারের দাবিতে ক্লাস বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেন। তারা আরো অভিযোগ করেন, আব্দুল ওহাব এর আগেও একই ঘটনা ঘটিয়েছিলেন। সে সময় তিনি স্থানীয় স্কুলের মিটিঙে মাফ চেয়ে পার পেয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্ররা স্কুলে তালা দিয়েছিলো। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে অভিযুক্ত শিক্ষক দোষী প্রমাণিত হলে স্কুল পরিচালনা কমিটির বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লা বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। ঘটনা সত্য হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো।

Leave a comment