আলমডাঙ্গা ব্যুরো: ঢাকাসহ আলমডাঙ্গায় তিনবার জানাজা শেষে স্থানীয় দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে কিংবদন্তীতুল্য মুক্তিযোদ্ধা কাজী কামালের লাশ। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত এ বীর সেনানির জানাজায় মানুষের ঢল নেমেছিলো।
জানা গেছে, বৃহত্তর কুষ্টিয়ার কিংবদন্তীতুল্য মুক্তিযোদ্ধা, আলমডাঙ্গা থানা মুজিববাহিনীর কমান্ডার কাজী কামালের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বেলা ১টায় ঢাকার মোহাম্মদপুরের মার্কাজুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ১ম জানাজা শেষে ঢাকা থেকে লাশ নিয়ে আলমডাঙ্গার উদ্দেশে রওনা দেয়া হয়। গতপরশু রাতে ৯টার দিকে আলমডাঙ্গায় বাড়িতে পৌঁছে। পরদিন বাদ ফজর সকাল ৬টায় নিজ বাড়ির প্রাঙ্গণে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় স্থানীয় দারুস সালাম ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল ৯টায় ৩য় জানাজা শেষে দারুস সালাম প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হজরত আলী, মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার শাহাবুদ্দীন সাবু, খন্দকার আনোয়ারুজ্জামান রাজা মাস্টার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান জেলা জাসদ আহ্বায়ক এম সবেদ আলী, নূর মোহাম্মদ জকু, কোরবান আলী, ওহিমুদ্দীন, মরহুমের ছোট ভাই কাজী রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কাজী কামাল দীর্ঘদিন হার্ট ও কিডনিজনিত রোগে ভুগে গতপরশু মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার ছোট ভাই কাজী রবিউল ইসলাম এবং দু ছেলে কাজী ধ্রুব ও কাজী চন্দন এলাকাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
এদিকে থানা মুজিব বাহিনীর কমান্ডার কাজী কামালের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু। এছাড়া পৃথকভাবে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সামসুল আবেদীন খোকনও মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।