ঝিনাইদহ জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে সংবর্ধনা

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি এবং সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে সংবর্ধনা দিয়েছে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ.লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি এমপি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম টানু মল্লিক, আ.লীগ নেতা হরিণাকুণ্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু প্রমুখ নেতৃবৃন্দ। জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা আ.লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার ও পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ দলের উপজেলা, ইউনিয়ন শাখাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment