দামুড়হুদার পৃথক দু সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: সীমান্তে নারী ও শিশু পাচার রোধসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে দামুড়হুদা উপজেলার পৃথক দু সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মদনা সীমান্তের ছোটবলদিয়ার ৮৩/৪-এস মেন পিলারের নিকট বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে মদনা বিওপি কমান্ডার খায়রুল কালাম এবং বিএসএফ’র পক্ষে ভারতের ১১৩ বিএসএফ বিষ্ণুপুর ক্যাম্প কমান্ডার এসআই কুল ওয়ান্ট সাংরা নেতৃত্ব দেন।

অপরদিকে গতকাল বেলা দেড়টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৬ নং মেন পিলারের নিকট শূন্যরেখায় আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে ভারতের ১১৩ বিএসএফ গেদে কোম্পানি কমান্ডার এসআই বলজিৎ শিং নেতৃত্ব দেন।

Leave a comment