ভারতে ক্রেইন ছিঁড়ে ৭ ব্যক্তি মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মধ্যপ্রদেশে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেইন ঝড়ের কারণে তার ছিঁড়ে পড়ে গেলে অন্ততপক্ষে সাতব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার অনুপ্পুর জেলায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি দোকান এবং গাড়ি ধ্বংস হয়ে গেছে। অনুপ্পুর জেলা কালেক্টর এনএস পারমার বলেন, ক্রেইনের নিচে কয়েকজন আটকে পড়ায় সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়েছিল। এ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আর যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে ২৫ হাজার রুপি করে পাবেন। পারমার জানিয়েছেন, ঝড়ের কারণে বহু গাছ বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। ফলে জেলার অনেক জায়গায় বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিদ্যুত না থাকায় অন্ধকারে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে।

Leave a comment