মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান দলে ফেরা ফাওয়াদ আলম এবার বাংলাদেশ সফরে নিজেকে মেলে ধরার জন্য মুখিয়ে আছেন। তবে মাশরাফি-তামিম-সাকিবদেরকে মোটেও সহজ শিকার ভাবছেন না তিনি। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে ভালো করা বাংলাদেশকে সমীহই করছেন পাকিস্তানের এ ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে বুধবার লাহোরে সাংবাদিকদের ফাওয়াদ বলেন, বাংলাদেশ আর সহজ শিকার নেই, বিশ্বকাপজুড়ে তারা আসলেই ভালো খেলেছে। আমরা যতোটা পারি, ভালো খেলার চেষ্টা করবো।
পাকিস্তানের হয়ে বিশ্বকাপের একাদশ আসরে খেলা হয়নি ফাওয়াদের। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা এ বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষের সিরিজের জন্য কঠোর পরিশ্রম করছেন বলেও জানান।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলে দেন মিসবাহ-উল হক। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মিডল অর্ডারে তাই ফাওয়াদের ওপর দায়িত্বটা একটু বেশি। ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান জানিয়েছেন, বাংলাদেশ সফরে দলের ইনিংস তৈরি করাই হবে তার প্রাথমিক কাজ।
বাংলাদেশ সফরে ২টি টেস্ট. ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান যা শুরু হবে ১৭ এপ্রিল।