দামুড়হুদায় ডিপিএল ক্রিকেটে বাংলালায়ন জয়ী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১০ম খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে বাংলালায়ন ও রাজধানী এক্সপ্রেসের মধ্যে টুর্নামেন্টের ১০ম খেলা অনুষ্ঠিত হয়। বাংলালায়ন টসে জিতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নেয়। রাজধানী এক্সপ্রেস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে। ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলালায়ন ১৭ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে। বাংলালায়নের ইমরান ম্যান অব দ্যা ম্যাচ নির্বচিত হন। সেরা ক্যাচার রাজধানী এক্সপ্রেসের বক্কর ও সর্বোচ্চ ছক্কার পুরস্কার পান একই দলের খেলোয়াড় আমিরুল। দামুড়হুদা সেনেটারি হাউজের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ এবং ইউপি সদস্য রাশেদুল ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চ ছক্কার পুরস্কার প্রদান করা হয়। খেলায় আম্পায়ার ছিলেন বাবু ও বাশার। ধারাভাষ্য দেন শামিম খান। দামুড়হুদা ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন। আজ শুক্রবার একই মাঠে রাজধানী এক্সপ্রেস ও রয়েল বেঙ্গল টাইগার্সের মধ্যে টুর্নামেন্টের ১১ম খেলা অনুষ্ঠিত হবে।

Leave a comment