স্বহস্তে লেখা পাণ্ডুলিপি বেচবেন নির্মলেন্দু গুণ

স্টাফ রিপোর্টার: একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে/ লাখ লাখ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে/ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে/ কখন আসবে কবি? কবিতাটি শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। কবি নির্মলেন্দু গুণ এ কবিতার নিজের হাতে লেখা মূল পাণ্ডলিপিটি নিলামে বিক্রি করার ঘোষণা দিয়েছেন। পাণ্ডুলিপির সর্বনিম্ন মূল্য ধরেছেন ৫ লাখ টাকা।

গতকাল বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের এ তথ্য জানান। ফেসবুকে তিনি স্ট্যাটাস দেন ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে রচিত এ কবিতার (কবির স্বহস্ত লিখিত) পাণ্ডুলিপি নিলামে বিক্রি হবে। দ্রুত কবির সাথে যোগাযোগ করুন। কবির স্বহস্তলিখিত পান্ডুলিপিরসর্বনিম্ন মূল্য পাঁচ লাখ টাকা।’