মতিয়ার সভাপতি ও তিব্বত সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাইক্রোবাস মালিক সমিতি গঠন করা হয়েছে। মতিয়ার রহমানকে ও বশির আহম্মেদ তিব্বতকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত রোববার চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে মাইক্রোবাস মালিকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন মুফতি আব্দুর রশিদ আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সাধাণ সম্পাদক আক্তার উজ্জামান, আদিল হোসেন, আব্দুল হাই প্রমুখ। নবগঠিত কমিটিতে সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজন, সাংগঠনিক সম্পাদক আলী কদর, প্রচার সম্পাদক শফি মিয়া, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্যাশিয়ার আব্দুর রশিদ ও কার্যকরী সদস্য মুনতাজ মিয়া, মুন্নাফ মিয়া ও জাহিদ মিয়া।