স্টাফ রিপোর্টার: শ্বশুরের গাছ মনে করে দোস্ত-দর্শনা সড়কের একটি সরকারি বাবলা গাছ মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিলেন হাফেজ খা নামের এক ব্যক্তি। স্থানীয়রা এ তথ্য দিয়ে অভিযোগ তুলে বলেছে, শ্বশুরের অনুপস্থিতে নামকাওয়াস্তে জমির মালিক হয়ে সরকারি গাছ বিক্রি করে দিয়েছেন তিনি।
এলাকাবাসী অভিযোগ করে জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের পূর্বপাড়ার ইয়াছিন আলী দেশের বাইরে থাকার সুযোগে একই গ্রামের আশরাফ খার ছেলে জামাই হাফেজ খা তার সম্পদ দেখাশোনা করে থাকেন। গতপরশু মঙ্গলবার হাফেজ দোস্ত-দর্শনা সড়কের দোস্ত গ্রামের কমিনিউটি ক্লিনিকের নিকটবর্তী ওই সড়কের একটি সরকারি বাবলা গাছ ৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। তবে হাফেজ খা ওই বাবলা গাছটি নিজের বলে দাবি করেছেন।