মাথাভাঙ্গা মনিটর: দিল্লির শ্রীরাম কলেজের ইংরেজির ছাত্রী মীরা রাজপুতের সাথে বলিউড অভিনেতা শহিদ কাপুরের বিয়ের খবর চাউর হওয়ার পর ভেঙেছিলো বহু হৃদয়। এবার তার নারী ভক্তদের জন্য আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করছে; শহিদ-মীরার বিয়ে ডিসেম্বরে নয়, সামনের জুনেই হতে চলেছে! ভারতের একাধিক গণমাধ্যমের খবরে জানানো হয়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুনই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এ জুটি। এরইমধ্যে দুজনের বাড়িতেই বিয়ের তোড়জোরও শুরু হয়ে গেছে। গত বছর কফি উইথ করণ শোতে এসে শহিদ জানিয়েছিলেন, কোনো অভিনেত্রীকে বিয়ে করতে চান না তিনি। কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার সম্পর্ক পরিণতি পায়নি। সব অভিনেত্রীই তার সহকর্মী। তাই কোনোভাবেই আর কর্মক্ষেত্রের কারো সাথেই সম্পর্কে জড়াতে চান না শহিদ। তবে তিনি যে এখন বিয়ের ব্যাপারে ভাবছেন সেই কথাও জানিয়েছিলেন শহিদ। তাই একেবারে বলিউডের বাইরে কারও সাথে তার বাগদানের খবরে অবাক হননি কেউই। তবে ১০ জুনই বিয়ে হচ্ছে- এমন কোনো কথা শহিদ বা তার পরিবারের তরফে নিশ্চিত করা হয়নি। তার ঘনিষ্ঠরা বলছেন, কয়েকটি সম্ভাব্য তারিখের মধ্যে এটি অন্যতম। এদিকে শহিদের সাথে বিয়ের খবর জানাজানির পর রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দিল্লির শ্রীরাম কলেজের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী মীরা। শহিদ তার হবুবধূকে রাধা স্বামী সৎসঙ নামের এক ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন। এ সংগঠনের একনিষ্ঠ শিষ্য তার বাবা পঙ্কজ কাপুর। শহিদের এক ঘনিষ্ঠ বন্ধুর তরফে জানা গেছে, শহিদ-মীরার বিয়ে হবে একেবারেই পারিবারিকভাবে। সেখানে উপস্থিত থাকবেন পাত্র-পাত্রীর স্বজন ও শহিদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। পরে তার বলিউডের বন্ধুদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করবেন শহিদ। সম্প্রতি মহেশ ভাট তনয়া আলিয়ার সাথে শানদার ছবির কাজ সদ্য শেষ করেছেন শহিদ। এখন ব্যস্ত উড়তা পাঞ্জাব ছবির শুটিংয়ে।