স্টাফ রিপোর্টার: ফেনসিডিলবাহী একটি মোটরসাইকেল ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন ইসমাইল হোসেন (৫৫) নামে একজন পুলিশ কনস্টেবল। ওই সময় এএসআই আসাদ নামে আরেক পুলিশ সদস্য আহত হন। গতকাল সোমবার যশোর-চৌগাছা সড়কের দোগাছিয়ায় ঘটনাটি ঘটে। কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, দুটি ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে একটি মোটরসাইকেলে মাদক চোরাকারবারীরা যাচ্ছে- এমন খবরের ভিত্তিতে এএসআই আসাদ ও পুলিশ কনস্টেবল ইসমাইল আরেকটি মোটরসাইকেলে তাদের ধাওয়া করে। এ সময় ফেনসিডিলবাহী মোটরসাইকেলের আরোহীরা পুলিশের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পুলিশ সদস্যরা রাস্তায় পড়ে যান। এতে ইসমাইল মাথায় আঘাত পান। তাদের ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইসমাইল মারা যান। ইসমাইল নাটোর জেলা সদরের রামনগর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি যশোর সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।