ফলোআপ: চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষ অত্যাবশকীয় খাতে মাসিক ৩০ টাকা আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। গতকাল সোমবার মাসিক বেতন আদায়ের দিনে এপ্রিল মাসের বেতন নেয়ার সময় অত্যাবশকীয় খাতের টাকা আদায় করেনি। অত্যাবশকীয় খাতে টাকা আদায় বন্ধের দাবিতে আন্দোলনকারীসহ সকল অভিভাবক এতে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে আগামীকাল ৮ এপ্রিল বুধবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বেতন আদায়ের দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন গতকাল সোমবার সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করায় তার সাথে কথা বলা যায়নি। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুন নাহার জানান, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও অত্যবাশকীয় খাতের ৩০ টাকা আদায় করা হবে না।
গতকাল সোমবার দৈনিক মাথাভাঙ্গায় ‘চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা, অত্যাবশকীয় খাতে টাকা আদায় করা হচ্ছে ১২ গুণ বেশি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দুটি বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সাথে পরামর্শক্রমে অত্যাবশকীয় খাতে ৩০ টাকা আদায় বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা জানান, অত্যাবশকীয় খাতে পূর্বে ধার্য ৩০ টাকা এপ্রিল মাসের বেতন আদায়ের সময় নেয়া হয়নি।