হরকাতুল জিহাদের চার নেতা গ্রেফতার

 

মাথাভাঙ্গা অনলাইন:

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) চার পলাতক নেতাকে গ্রেফতার করেছে র্যা ব। গ্রেফতারকৃতরা হলেন- খলিলুর রহমান, শরীফ, আব্দুল কাদের ও মাকসুদুর রহমান।

র্যা ব জানায়, রোববার রাতে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, একটি পিস্তল, একটি ব্যালাস্টিক মেশিন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

র্যা বের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উং কমান্ডার হাবিবুর রহমান জানান, আশুলিয়ার একটি বাড়িতে হরকাতুল জিহাদের ওই নেতারা আত্মগোপন করে ছিলেন। তারা সেখানে থেকেই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।