স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বজ্রপাতের এ সব ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানান, উপশহর সাত নম্বর সেক্টরের শহীদ গাজীর ছেলে নূরুজ্জামান (১২) দুপুরে বৃষ্টির সময় পাশের মাঠে ফুটবল খেলছিলো। এ সময় বজ্রপাতে সে মারা যায়। নূরুজ্জামান ওই এলাকার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।
অন্যদিকে বিকেল ৩টার দিকে ঝিকরগাছার বাঁকড়ায় বজ্রপাতে সাগর হোসেন (৩০) নামে এক মাছব্যবসায়ী মারা গেছেন। এ সময় আহত হন সনাতনকুমার (২৫) ও সাধনকুমার (৪৫) নামে তার দু সহকর্মী। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাগর হোসেন মনিরামপুর উপজেলার খাটবাড়িয়া গ্রামের চাঁদ আলী গাজীর ছেলে। আহত সনাতন একই উপজেলার হানুয়ার গ্রামের ফকিরকুমারের ছেলে। সাধন হানুয়ার গ্রামের সুবলকুমারের ছেলে। আহতরা জানিয়েছেন, তারা মৎস্যজীবী। একটি আলমসাধুতে মাছ নিয়ে তারা বাঁকড়ায় গিয়েছিলেন বিক্রি করতে। মংলায় বজ্রপাতে তুষার ইজারদার (৫০) নামে একজন নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তুষার দিগরাজের অজিৎ ইজারদারের ছেলে।
এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান।