দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ৯২ নম্বর মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ভোর ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুন্সিপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার তোতা মিয়াসহ ৬ জন এবং ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৯ ব্যাটালিয়নের সীমানগর বিএসএফ মহাখোলা ক্যাম্পের পরিদর্শক বীরেন্দ্র কুমারসহ ৬ জন।