দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগার মা সামসুন্নাহার খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)। গতকাল সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা মাদরাসাপাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্বামী, তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতকুরসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় দামুড়হুদা দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে দাফন করা হবে। বগার মায়ের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।