অভিযোগ থেকে মুক্তি পেলেন সুনিল নারাইন

মাথাভাঙ্গা মনিটর: সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে ক্যারিবিয় স্পিনার সুনিল নারাইনকে মুক্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে স্বস্তি ফিরেছে ইন্ডয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কোলকাতা নাইটরাইডার্স (কেকেআর) শিবিরে।

আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের এসআরআমসি ল্যাবরেটরিতে পরীক্ষার পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পান তিনি। এর ফলে ক্যারিবিয় এ স্পিনার আসন্ন ২০১৫ সালের আইপিএলে কোলকাতা নাইটরাইডার্সের হয়ে অংশ নিতে পারবেন।

এর আগে নারাইনকে আইপিএলে খেলার অনুমতি দেয়া না হলে টুর্নামেন্ট থেকে নিজেদের গুটিয়ে নেয়ার হুমকি দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কেকেআর। এস ভেঙ্কটরাঘবন, জাভাগাল শ্রীনাথ ও এভি জয়প্রকাশকে নিয়ে গঠিত বিসিসিআই’র বোলিং রিভিউ কমিটি নারাইনের বোলিং অ্যাকশন ভালভাবে পরীক্ষানিরীক্ষা করার পর তাকে ছাড়পত্র দেয়।