রাজধানীসহ সারাদেশে কালবোশেখির ছোবলে ১২ জন নিহত : রাজশাহী এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন

মাথাভাঙ্গা ডেস্ক: মরসুমের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবল কালবোশেখির ছোবলে বিভিন্ন স্থানে ১২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকায় ঝড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বগুড়ায় তিনজন, রাজশাহীতে চারজন এবং পাবনা ও নওগাঁয় একজন করে নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। গতকাল শনিবার সন্ধ্যার এ ঝড়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় বহু গাছপালা উপড়ে পড়েছে। গাছচাপা পড়ে শতাধিক মানুষ আহত হয়েছে।

এদিকে গতকাল মধ্যরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড়ে রাজশাহী পুরো বিভাগ বিদ্যুত বিচ্ছিন্ন ছিলো। এছাড়া কয়েকটি জেলার গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ে। উত্তরাঞ্চলে বোরো ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে শ শ ঘরবাড়ি। অন্যদিকে ঢাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দন থেকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।

রাজধানী ঢাকাসহ রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়ায় কালবৈশাখীতে ১২ জন নিহত হয়েছেন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঝড়ে রাজশাহীনগরীসহ আশপাশের উপজেলার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও উপড়ে পড়ে বেশকিছু গাছপালা। ঝড়ের পর থেকে রাজশাহীতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ঢাকা: রাজধানীর সদরঘাটে বৃষ্টির সময় লঞ্চের সাথে এক নৌকার ধাক্কা লাগলে হানিফ শেখ (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়। এদিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় ঝড়ে বিলবোর্ড পড়ে বায়েজিদ আলম (৫০) ও তারা মিয়া (৪৫) নামের দুজন রিকশাচালক মারা গেছেন। রাজধানীর গুলিস্তানে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহাদ পুলিশ বক্সের সামনে বাস চাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় দুজন, পবা উপজেলায় একজন ও গোদাগাড়ি উপজেলাতে একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জাহানারা বেগম (৬০), ইমাজুদ্দিন (৪৭), হাকিম (৩২) ও মনোয়ারা বেওয়া (৬৫)। বাঘার ওসি আমিনুর রহমান বলেন, ঝড়ে মাটির ঘরের দেয়ালচাপা পড়ে জাহানারা বেগম এবং পদ্মার পাড়ে মাটিচাপা পড়ে ইমাজুদ্দিন মারা গেছেন। ঘরের টিনের চাল চাপা পড়ে মনোয়ারা বেগম মারা যান বলে জানিয়েছেন গোদাগাড়ি থানার ওসি এস এম আবু ফরহাদ। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ঝড়ের সময় বজ্রপাতে বড়গাছি ইউনিয়নের সুবিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম মারা যান।

নওগাঁ: কালবোশেখিতে নওগাঁ জেলার মান্দায় শাহানা বেগম (৩৫) নামে এক গৃহবধূ দেয়ালচাপায় নিহত হয়েছেন। এতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর: নাটোরের গুরুদাসপুরে কালবোশেখি ঝড়ের সময় বজ্রপাতে খোকন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চরপিপলা গ্রামে শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন একই গ্রামের মকের আলীর ছেলে।

বগুড়া: বগুড়ায় ১২ মিনিটের কালবোশেখি ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক টিনের ঘর বাড়ি আর গাছপালা। পাশাপাশি শিলা বৃষ্টিতেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ঝড়ের কবলে পড়ে এক নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন। মৃতরা হলেন- জেলার শাজাহানপুর উপজেলার রাধানগর গ্রামের সান্না মিয়া (৩২), জেলা শহরের বউবাজার এলাকার হাছিরন (৩৫) ও একই এলাকার এক শিশু (৮)।

পাবনা: পাবনা জেলা শহরের চাঁদমারী এলাকায় এক চায়ের দোকানি গাছচাপা পড়ে মারা যান। সদর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, জামুদ্দিন বখশ নামে ওই ব্যক্তি নিজের দোকানে ছিলেন। ঝড়ে গাছচাপা পড়ে তিনি নিহত হন।

Leave a comment