সাকিবকে মিস করবে কোলকাতা

মাথাভাঙ্গা মনিটর: এবারের আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র দুটো ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। পাকিস্তান-বাংলাদেশ সিরিজের জন্য দুটো ম্যাচেরই ‘ছুটি’ মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ব্যাপারটা কোলকাতার জন্য সমস্যা হবে না- এমন কথা জোর দিয়ে বলার মানুষ কিন্তু কমই। ২০১১ সালে অভিষেকের পর ক্রমেই দলের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হওয়া সাকিব প্রতিবারই কিন্তু কোলকাতার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশেও আইপিএলের আকর্ষণ অনেক খানিই কমিয়ে দেবে। কোলকাতার হয়ে সাকিবের পরিসংখ্যানই আসলে কথা বলছে তার পক্ষে। ২০১১ আসরে অভিষেকে খেলেছিলেন ৭ ম্যাচ। পরের আসরে ৮ ম্যাচ। সেবারই প্রথম শিরোপার স্বাদ পায় কোলকাতা। ২০১৩ আসরে অবশ্য খেলতে পারেননি তিনি। আইপিলের সর্বশেষ ২০১৪ মরসুমে সাকিব খেলেন ১৩টি ম্যাচ।

Leave a comment