চার জাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভাবছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী নভেম্বরে হতে পারে প্রতিযোগিতাটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের সময় চার জাতির টুর্নামেন্টটি আয়োজনের বিষয়ে দেশগুলোর বোর্ডের সাথে আলোচনা হয়েছে বলে গত শুক্রবার জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
নভেম্বরে একটি চার জাতির টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হয়েছে। এ নিয়ে বিশ্বকাপ চলাকালে পাকিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে কথা হয়েছে। টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে এখনই অবশ্য চূড়ান্ত কিছু বলেননি নাজমুল হাসান। আগামী রোববারের বোর্ড সভায় এ নিয়ে আরও আলোচনা হবে বলে জানান তিনি। তাছাড়া দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান দল। এরপর জুনে আসবে ভারত দল। তাই আপাতত মূল ভাবনাটা পাকিস্তান ও ভারত সিরিজ নিয়েই বলে জানান বোর্ড সভাপতি।

Leave a comment