মুজিবনগরে জেলা বিএনপির সম্পাদকের সংবর্ধনা অনুষ্ঠানে মাসুদ অরুন

 

জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

মুজিবনগর প্রতিনিধি: বিএনপির সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন কোনোভাবেই আশা করা যায় না। বর্তমান সরকার বিএনপিকে বাইরে রেখে একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে। তা কোনো দিনও হতে দেয়া হবে না। ষড়যন্ত্র প্রতিরোধ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের এ বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত মাসে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও বিএনপি নেতা মজনু রহমান এবং অপর এক মামলায় মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রায়হান কবির জামিনে মুক্ত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মুজিবনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদরউদ্দীন বিশ্বাস। বক্তব্য রাখেন আব্দুর রশিদ, মফিজউদ্দীন, রায়হান কবির, আব্দুল কাদের, শহিদুল ইসলাম, সাবদার আলী, কাশেম, আশরাফুল হক কালু প্রমুখ।