ইবিতে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু শনিবার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার কাল শনিবার থেকে শুরু হবে। সাক্ষাৎকার শেষ হবে ৮ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। ৭ ডিসেম্বর থেকে ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়।

নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ৪ ও ৫ এপ্রিল থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের কার্যালয়ে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। কলা অনুষদভুক্ত বি ইউনিটের সাক্ষাৎকার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে উত্তীর্ণ মেধানুসারে ১ থেকে ৪৫, চতুর্থ শিফটে ১ থেকে ৩৮ এবং ৫ এপ্রিল প্রথম ও তৃতীয় শিফটে উত্তীর্ণ মেধানুসারে ৪৬ থেকে ৮৮, দ্বিতীয় শিফটে ৪৬ থেকে ৮৯ এবং চতুর্থ শিফটে ৩৯ থেকে ৭৫ স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার নেয়া হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের সাক্ষাৎকার আগামী ৪ ও ৫ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিট সম্বয়কারীর কার্যালয়ে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ডি ও ই ইউনিটে প্রথম শিফটে উত্তীর্ণদের সাক্ষাৎকার ৪ এপ্রিল এবং দ্বিতীয় শিফটে উত্তীর্ণদের সাক্ষাৎকার ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। উভয় ইউনিটের সাক্ষাৎকার সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হবে। গণিত ও পরিসংখ্যান বিভাগভুক্ত এফ ইউনিটের সাক্ষাৎকার ৫ ও ৬ এপ্রিল সকাল ৯টা থেকে শুরু হবে। সাক্ষাৎকার চলবে চলবে পৌনে দুটা পর্যন্ত। ৪, ৭ ও ৮ এপ্রিল ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের কার্যালয়ে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার শুরু হবে। ৪ এপ্রিল আইন ও শরিয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের আইন এবং ৫ এপ্রিল আল ফিকহে উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ১৬ এপ্রিলের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর অফিস থেকে ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সাক্ষাৎকার বোর্ডে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি (কোনো কোনো ইউনিটের চাহিদা মতে ৮ কপি) অবশ্যই সাথে আনতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে মৌখিক সাক্ষাৎকার নেয়া হবে। ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।