পিরোজখালীর মাদক বিক্রেতা হেরোইনসহ আটক

চুয়াডাঙ্গা জেলা ডিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পিরোজখালীর হেরোইন বিক্রেতা শরিফুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেলে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৭০ পুরিয়া মারণনেশা হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী উত্তরপাড়ার মোজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) দীর্ঘদিন ধরে মারণ নেশা হেরোইনসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য বিক্রি করে। গোপনে এ তথ্য পেয়ে চুয়াডাঙ্গা ডিবির এসআই ইব্রাহিম ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বিকেলে অভিযান চালান। অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে ৭০ পুরিয়া হেরোইনসহ আটক করে। গতকালই মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে মাদকবিক্রেতাদের বিরুদ্ধে চলছে লাগাতার আটক ও মাদক উদ্ধার তৎপরতা।