আলমসাধু উল্টে চালকসহ তিন গরুব্যবসায়ী গুরুতর জখম

 

স্টাফ রিপোর্টার: আলমসাধু উল্টে দামুড়হুদা দুধপাতিলার তিন গরু ব্যবসায়ীসহ চালক দোস্তের আশরাফ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া বটতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিল্লালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, দুধপাতিলার আব্দুল আজিজের ছেলে বিল্লাল (২৬), আনছার আলীর ছেলে উজ্জ্বল (৪৪) ও সোনা আলীর ছেলে রমজান (৪৪) দোস্ত গ্রামের আশরাফ আলীর আলমসাধুযোগে গরু নিয়ে জীবননগরের শিয়ালমারী পশুহাটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আকন্দবাড়িয়া বটতলার অদূরে অপর একটি গাড়ির সাইড দিতে গেলে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় আহত হয় চালকসহ আরো তিন গরুব্যবসায়ী। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।