প্রাইভেট টিউটর সাজুকে গণহারে বাটামপেটা

ছাত্রীর দেহভোগসহ আপত্তিকর ছবি তোলার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার কাঠগোলা এলাকার প্রাইভেট টিউটর সাজুকে বাটামপেটা করা হয়েছে। গতকাল দুপুরে একদল যুবক তাকে বাটামপেটা করে। এ সময় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। এক ছাত্রীকে ফুঁসলিয়ে দেহভোগের পাশাপাশি তার বিবস্ত্র ছবি মোবাইলফোনে তুলে রাখার কারণে তাকে বাটামপেটা করা হচ্ছে শুনে উৎসুক জনতাও তাকে চড়থাপ্পড় মারতে ছাড়েনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার চারুলিয়ার সাজু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বিভিন্ন এলাকায় ভাড়ায় বসবাস করে। কয়েক মাস আগে কাঠগোলা এলাকার অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা সোবহানের বাড়ির একটি ফ্লাট ভাড়ায় নিয়ে কোচিং শুরু করে সাজু। গতকাল দুপুরে একদল যুবক ওই বাড়িতে গিয়ে প্রাইভেট টিউটর সাজুকে বেদম বাটামপেটা শুরু করে। বেদম প্রহরে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। বাটামপেটার কারণ জানতে চাইলে যুবকদের মধ্য থেকে বলা হয়, শিক্ষক সেজে ছাত্রীক সর্বনাশ করেছে। ছবি তুলে রেখেছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ কথা শুনে উৎসুক জনতাও ক্ষুব্ধ হয়ে পিটুনি শুরু করে। এক পর্যায়ে মারপিট থামলে তাকে নেয়া হয় অজ্ঞাত চিকিৎসা কেন্দ্রে। পিটুনির শিকার প্রাইভেট শিক্ষককে পরে কোথায় রাখা হয়েছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তার মন্তব্যও জানা যায়নি। সূত্র বলেছে, এই সাজু মোমিনপুরের সরিষডাঙ্গা বিয়ে করলেও সে স্ত্রী কাছে রাখেনি।