দু মাদককারবারীসহ ফেরারি গ্রেফতার : মাদক উদ্ধার

জীবননগর থানার এএসআই তকিবুরের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা থেকে জীবননগর থানায় যোগাদানের পর এএসআই তকিবুর আরো কর্মতৎপর হয়ে উঠেছেন। তিনি গতকাল পৃথক স্থানে দুটি মাদকবিরোধী অভিযান চালয়ে দুজনকে গ্রেফতারের সাথে সাথে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছেন। এর পাশাপাশি এক ফেরারিকেও গ্রেফতার করেছেন।

জানা গেছে, জীবননগর থানার এএসআই তকিবুর সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে জুলফিকার আলী ভুট্টো নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেন। তার নিকট থেকে উদ্ধার করা হয় ৩৬ বোতল ফেনসিডিল। পুলিশ বলেছে, মাহাতম মেম্বারের ছেলে জুলফিকার আলী ভুট্টো দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত। পৃথক অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের মৃত চাঁদ আলীর ছেলৈ বাবলুকে (৪০) ২শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গতপরশু রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর নতুনপাড়ার কালম বিশ্বাসের ছেলে রাজাকে (২২) গ্রেফতার করা হয়। সে একটি মামলায় দীর্ঘদিন ধরে ফেরারী ছিলো বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment