স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সহকারী জজ জীবননগর আদালতের সাজেদুর রহমানকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে জেলা জজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী। বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিএমএ আলীম আল রাজী, জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা মহাসিন আলী, জজকোর্টের নাজির আব্দুস সেলিম, জীবননগর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী কবির উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইডের অফিস সহকারী শ্যামল কুমার প্রমুখ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মোহা. আমীনুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী সহকারী জজ স্মৃতিচারণ করতে গিয়ে তার কর্মক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। উল্লেখ্য, তিনি ২০১২ সালের ১ আগস্ট চুয়াডাঙ্গায় সহকারী জজ হিসেবে যোগদান করেন। দীর্ঘ দু বছর চুয়াডাঙ্গায় আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে ঝিনাইদহ আদালতে বদলি করা হয়েছে।