বাংলাদেশিদের গরু খাওয়া বন্ধে বিএসএফ’র নজরদারির নির্দেশ

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের মানুষ যাতে ভারতীয় গরুর গোশত খেতে না পারে সেজন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফ’র নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন। ভারতজুড়ে গরু জবাই বন্ধের আহ্বান জানানোর একদিন পর পশ্চিমবঙ্গে আঙরাইলে ভারত-বাংলাদেশে সীমান্তে নিযুক্ত বিএসএফ জওয়ানদের উদ্দেশে তিনি এ কথা বলেন। রাজনাথ সিং বলেন, শুনেছি সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির কারণে বাংলাদেশে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায় সেখানে গরুর গোশতের দাম ৩০ শতাংশ বেড়েছে। নজরদারি আরও জোরদার করবেন যাতে গরু পাচার বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে গরুর গোশতের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যায়, যাতে সেখানকার মানুষ গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়। ভারতের সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, গত বছর ভারত থেকে বাংলাদেশে ১৭ লাখ গরু পাচার হয়েছে। রাজনাথ সিং আরও জানান, সীমান্তে গরু , মাদক ও জাল ভারতীয় মুদ্রা পাচার বন্ধে সরকার ২-৩ মাস আগে একটি কমিটি করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করে কিভাবে গরু, মাদক ও জাল ভারতীয় মুদ্রা পাচার বন্ধ করা যায় সে বিষয়ে আগামি ১৫-২০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা ভারতে গরু জবাই যাতে নিষিদ্ধ করা যায়, সে জন্য এনডিএ সরকার সম্ভব সব কিছুই করবে। তিনি বলেন, এদেশে গরু জবাই মেনে নেয়া যায় না। তবে বাংলাদেশের সাথে ভারতের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক ভারত সরকার আরও বাড়াতে চায় বলেও মন্তব্য করেন রাজনাথ সিং।

Leave a comment