দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাকপ্রতিবন্ধী যুবতী উদ্ধার

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অপরিচিত এক বাকপ্রতিবন্ধী যুবতীর (১৭) ঘোরাফেরা দেখে জনগণের সহায়তায় সাংবাদিক শরিফ রতনের উদ্যোগে তাকে উদ্ধার করে কার্পাসডাঙ্গা মাঝপাড়ার রমজান বিশ্বাসের হেফাজতে রাখা হয়েছে। যুবতী বাকপ্রতিবন্ধী হওয়ায় পরিচয়-ঠিকানা কিছুই বলতে পারছে না শুধু কান্নাকাটি করছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা গোরস্তান মোড়ে বাকপ্রতিবন্ধী ওই যুবতী ঘোরাফেরা করছিলো। বখাটেদের উৎপাতে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ওই যুবতী। এ সময় কার্পাসডাঙ্গা মাঝপাড়ার হামিদুল বিশ্বাসের ছেলে রমজান বিশ্বাস বাকপ্রতিবন্ধী যুবতীকে তার বাড়িতে নিয়ে যান। এ রির্পোট লেখা পর্যন্ত ওই যুবতী রমজান বিশ্বাসের বাড়িতে রাখা আছে। যুবতীর সন্ধানের জন্য ০১৯১৪-৩৭৮৬৫৩ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Leave a comment