আইপিএল এর সূচি পরিবর্তন

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় প্রিমিয়ার লিগের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১২-২৫ এপ্রিল ইডেন গার্ডেনে কোলকাতা নাইট রাইডার্সের কোনো হোম ম্যাচ অনুষ্ঠিত হবে না। সব মিলিয়ে এই সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত তিনটি ম্যাচের তারিখ এবং দুটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে।

আগামী ১৮ এপ্রিল কোলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনের কারণে কোলকাতা পুলিশের অনুরোধে এ পরিবর্তন আনা হয়েছে বলে বিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টায় কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবার কথা ছিলো। ম্যাচটি এখন ৩০ এপ্রিল একই সময় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

২৮ এপ্রিল রাত ৮টায় কেকেআর ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচটির তারিখ পরিবর্তিত হয়ে ইডেনে ৭ মে একই সময় অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল কেকেআর ও চেন্নাই সুপার কিংসের ম্যধকার ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাবারাম স্টেডিয়ামে রাত ৮টার পরিবর্তে ২৮ এপ্রিল একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে।

আহমেদাবাদের সর্দার প্যাটেল গুজরাট স্টেডিয়ামে ১৪ এপ্রিল বিকেল ৪টায় রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে পূর্ব নির্ধারিত ম্যাচটি পরিবর্তিত হয়ে ঐদিনই রাত ৮টায় অনুষ্ঠিতহবে। ৭ মে রাত ৮টায় হায়দ্রাবাদের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি ওইদিনই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

Leave a comment