ডাচদের কাছে হেরেও চিন্তিত নয় স্পেন

মাথাভাঙ্গা মনিটর: নেদারল্যান্ডসের কাছে আরেকটি হারের পর স্পেন শিবিরে নিশ্চয়ই গত বিশ্বকাপের তেতো স্মৃতি ফিরে এসেছিলো। তবে তাতে দলটির কোচ ভিসেন্ত দেল বস্ক হয়তো খুব বেশি চিন্তিত হবেন না। গত মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের মাঠে ২-০ গোলে হারে স্পেন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্প্যানিশদের এটা টানা তৃতীয় হার। গত জুন-জুলাইয়ে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হেরেছিলো স্পেন। পরে ওই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠতেই ব্যর্থ হয় তারা। আর এবার ডাচদের কাছে ফের হারলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

Leave a comment