মাথাভাঙ্গা মনিটর: হাঁটুর ইনজুরির কারণে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল’র শুরুর দিকে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ও বিশ্বকাপের সিরিজ সেরা খেলোয়াড় মিচেল স্টার্ক। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে জানা গেছে। গত বছর আইপিএল এর নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) স্টার্ককে কিনে নিয়েছিল। ইনজুরির মাত্রা নির্নয়ে তাকে দু সপ্তা বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ কারণে এবারের আইপিএল মরসুমের প্রথমদিকে কয়েকটি ম্যাচে আরসিবি তাকে পাচ্ছে না। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি আগামী ১১ এপ্রিল কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদের আইপিএল মিশন শুরু করবে।