রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ব্রাজিলের দানিলো

মাথাভাঙ্গা মনিটার: পোর্তোর সাথে সব কথা শেষ রিয়াল মাদ্রিদের; চুক্তিও সারা। সব কিছু ঠিক থাকলে আগামী মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। গত মঙ্গলবার টুইটারে দানিলোকে নিয়ে পোর্তোর সঙ্গে মতৈক্যে পৌঁছানোর কথা জানায় রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানায়, ২৩ বছর বয়সী ব্রাজিলের এ ডিফেন্ডারের সাথে ৬ বছরের চুক্তি করেছে তারা। সেই অনুযায়ী ২০২১ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকার কথা তার।
পোর্তো একটি বিবৃতিতে জানায়, দানিলোর ট্রান্সফার ফি ৩ কোটি ১৫ লাখ ইউরো। নেইমারের সাবেক ক্লাব সান্তোসে নাম লেখানোর আগে ব্রাজিলের আরেক ক্লাব আমেরিকায় ক্যারিয়ার শুরু করেন দানিলো। সান্তোস থেকে তিনি পোর্তোতে যান ২০১২ সালে। ২০১৪ বিশ্বকাপের পর দুঙ্গার দলের নিয়মিত সদস্য দানিলো ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রাজিলের হয়ে রূপার পদকও জেতেন।

Leave a comment