স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরা সবাই নাশকতার মামলার আসামি। গতকাল বুধবার কারাগারের মূল ভবনের দ্বিতীয় তলার হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, এইচএসসি ও সমমানের ৪২ জন শিক্ষার্থীর পরীক্ষা কারাগারে নেয়া হয়েছে। এর মধ্যে এইচএসসির ২৩ জন, আলিমের ১৮ জন এবং কারিগরির একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তবে আদালত থেকে দু শিক্ষার্থী মো. রাসেল ও আবদুল করিমের পরীক্ষা নেয়ার আদেশ মঙ্গলবার হাতে পাওয়ায় তাদের পরীক্ষা নিতে কারা কর্তৃপক্ষকে বেগ পেতে হয়েছে বলেও উল্লেখ করে তিনি। প্রসঙ্গত, বুধবারই ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।