অটিস্টিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে : বান কি মুন

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘ মহাসচিব বান কি মুন সমাজের সকল স্তরে অটিজম আক্রান্ত লোকদের জন্য বৃহত্তর সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সহযোগিতার পাশাপাশি অটিস্টিক লোকদেরকে কর্ম প্রক্রিয়ায় নিয়ে আসলে তারা সফলভাবে বিশ্বের সংহত কর্মশক্তিতে রূপান্তরিত হবে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশেই বিশ্বের অন্যান্য স্থানের মতো বিভিন্নকর্মসূচি হাতে নেয়া হয়েছে। বান কি মুন বলেন, এ বছর অটিস্টিক লোকদের কর্মসংস্থানের বিষয়ে অঙ্গীকার আদায়ে ব্যবসায়ীদের প্রতি কল টু অ্যাকশন চালু করতে পেরে আমি অত্যন্ত খুশী। তিনি নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন স্কুলগুলোতে অটিস্টিক শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করে দিতে উৎসাহ জোগায়। তিনি বলেন, অটিস্টিকদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যোগ্যতা সম্পন্ন শিশুদের মূলধারা ও বিশেষায়িত বিদ্যালয়ে অন্তর্ভূক্তিকরণের মাধ্যমে আমরা আমাদের আচরণের পরিবর্তন ও শ্রদ্ধাবোধ বাড়াতে পারি। এদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে আমরা তাদেরকে সমাজে সম্পৃক্ত করতে পারি। জাতিসংঘ মহাসচিব বলেন, অটিজম আক্রান্ত বয়স্কদের ৮.০ শতাংশ বেকার। তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে আমরা তাদেরকে সমাজের উৎপাদনশীল ক্ষেক্রে সম্পৃক্ত করতে পারি।

Leave a comment