মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি খনিতে ভূমিধসের পর নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। অলঙ্কারে ব্যবহার করা হয় এমন মূল্যবান পাথর খনিটি থেকে উত্তোলন করা হতো। ধসের ঘটনায় খনিটির ভেতর চাপা পড়া আরো ২০ জনকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছে। খনি শ্রমিকরা সোমবার মিয়ানমারের কাচিন রাজ্যের পাকান্ত শহরে মূল্যবান পাথরের খনিটির পাশে মাটি খোঁড়ার কাজ করার সময় খনিটি আংশিকভাবে ধসে পড়ে। স্থানীয় মায়ানমা অ্যালিন সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে আহত দুজনকে একটি স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তৃপক্ষ ধসের ব্যাপারে সতর্ক করেছিলো। সংবাদপত্রটির খবরে সোমবার সকালে পাঁচজনের এবং পরের দিন মঙ্গলবার আরো চারজনের লাশ উদ্ধারের কথা বলা হয়।