মাথাভাঙ্গা মনিটর: প্রেমে প্রত্যাখাত হয়ে স্কুল হোস্টেলে ঢুকে ছাত্রীকে গুলি করে হত্যা করেছে এক যুবক। ভারতের বেঙ্গালুরুর প্রগতি স্কুলের এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্রী। নিহত গৌতমী দ্বাদশ শ্রেণিতে পড়তেন। হোস্টেলেই থাকতেন তিনি। অন্যদিকে অভিযুক্ত মহেশ স্কুলের কর্মী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গতকাল রাতে সে হোস্টেলে ঢুকে ওই ছাত্রীর দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই সাথে সাথে গুলি চালায় মহেশ। এর আগে গৌতমীকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছিলো সে। কিন্তু তা প্রত্যাখান করেন ওই ছাত্রী। সেই আক্রোশ থেকে এ খুন বলে অনুমান পুলিশের। ইতোমধ্যে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।