সুবদিয়ার খলিল ব্যাপারীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের সুবদিয়া কাছারিপাড়ার খলিলুর রহমান ব্যাপারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সরোজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে তাকে ৫ মাইল মাঠের মধ্যে প্রতিপক্ষ একই গ্রামের করিম ও তৌহিদ পূর্ব বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বলে অভিযোগ করেছেন খলিল ব্যাপারী। তিনি বলেছেন, কাছে থাকা টাকাও কেড়ে নিয়েছে। মৃত কাদের মণ্ডলের ছেলে খলিল ব্যাপারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

Leave a comment