দামুড়হুদায় পিসিভি ও আইপিভি টিকা বিষয়ক অ্যাডভোকেসি সভা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় পিসিভি ও আইপিভি টিকা সংযোজন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নূপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সেনেটারি ইন্সপেক্টর আ. মতিন ও এমটিইপিআই আ. ওহাব।

Leave a comment