আহত গৃহবধূকে যশোর রেফার্ড
জীবননগর ব্যুরো: দিন-দুপুরে জীবননগর হাইস্কুলপাড়ায় বসতবাড়িতে ঢুকে গৃহবধূকে আহত করে সোনার গয়নাগাটিসহ অর্থলুটের ঘটনা রহস্যে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির ময়লা ফেলার স্থান থেকে লুণ্ঠিত সোনার দুটি বালা, তিনটি নুপূর ও ২শ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্বৃত্তদলের হাতে আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গতকাল যশোরে নেয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবননগর শহরের হাইস্কুলপাড়ার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে আব্দুল হান্নানের (৫৫) বাড়িতে সোমাবর বিকেলে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তদল হানা দেয়। এ সময় তারা বাড়িতে অবস্থানরত পুত্রবধূ সাঈদের স্ত্রী আরবি খাতুনের হাত পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা তার মাথায় আঘাত করে ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে দু হাজার টাকা, সোনার ৩ জোড়া বালা, ৩টি চেন ও ৩ জোড়া কানের দুলসহ বেশ কিছু অলঙ্কার লুট করে পালিয়ে যায়। এদিকে গতকাল সকালে বাড়ির ময়লা ফেলার স্থান থেকে লুট করা দুটি বালা, নুপূর ও টাকা উদ্ধার করা হয়। এ উদ্ধার ঘটনা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।